• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেঘনায় ট্রলার ডুবে ৪ জন নিহত, নিখোঁজ ২৫

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ৩০ মার্চ ২০১৭, ২৩:০৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন ২৫ জন যাত্রী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁর উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন জহুরা বেগম (৬৫), কাঞ্চন বেগম (৬০), নদী আক্তার (১৩) ও সাত্তার মিয়া (৪০)।

জানা যায়, ঢাকার রামপুরা এলাকার ৯০ জন ভক্ত চাঁদপুরের মতলব উপজেলার বেলতলীর সোলেমান শাহ ওরফে লেংটার মেলার উদ্দেশ্যে রওনা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর মোহনা অতিক্রমকালে প্রচণ্ড স্রোত ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

এ সময় পাশে থাকা একটি বাল্কহেডের শ্রমিকরা ট্রলারের অনেক যাত্রীকে উদ্ধার করে ও অনেক যাত্রী সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২৫ জন নিখোঁজ আছেন। নিখোঁজদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা যায়।

এ ঘটনায় আহত ও নিহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

চরকিশোরগঞ্জের অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাকসুদুর রহমান আরটিভি অনলাইনেক জানান, ট্রলার ডুবির ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া নিহত পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদানের ঘোষণা করেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh