• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তালা ভেঙ্গে ৫ লাখ টাকার সিগারেট চুরি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৫
তালা×সিগারেট×চুরি×বাজার×সন্দেহভাজন×পৌর×জিজ্ঞাসাবাদ×শহীদ×
ফাইল ছবি

মাদারীপুরের শিবচর একের পর এক জনবহল বাজারগুলোতে পুলিশের টহল ও নৈশ্যপ্রহরী থাকার পরেও হচ্ছে চুরি।

গতকাল বুধবার দিনগত রাতে শিবচর পৌর বাজারের সাহা স্টোর থেকে সার্টার ভেঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটে।

এর আগে মাত্র তিন দিনের ব্যবধানে চাঁন্দের চর বাজার থেকে একই রাতে চার দোকানে চুরি হয়।

আরও পড়ুন: স্বামীকে হত্যার এক বছর পর পরকীয়া প্রেমিক দাদাসহ আটক হলেন মিতু

এ ঘটানায় পৌর-বাজারের সাহা স্টোরের মালিক নারায়ণ সাহা বলেন, আমি রাত সাড়ে নয়টার সময় দোকান বন্ধ করে বাসায় গেছি। ভোর ছয়টার সময় আমাকে বাজারের পাহারাদার ডেকে আনে।

সে আমাকে বলে আমার দোকানের সার্টার ভাঙ্গা। আমি এসে দেখি দোকানের সার্টার ভাঙ্গা রয়েছে ভেতর থেকে। পাঁচ কার্টুন ডারবি, এক কার্টুন বেনসন নিয়ে গেছে। যাবার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন আরটিভি নিউজকে বলেন, পৌর বাজারের একটি দোকানের চুরির ঘটনা ঘটছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনভাবে শহীদ নামে একজনকে আটক করেছি।

আরও পড়ুন: আজ প্রমিজ ডে, প্রিয় মানুষকে কথা দিন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি
সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
দেশে তালাকের সঙ্গে বিচ্ছেদও কমেছে
X
Fresh