• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিলেট শাহী ঈদগাহে বোমার মতো বস্তুতে আতঙ্ক

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ মার্চ ২০১৭, ১৯:০০

সিলেট নগরীর শাহী ঈদগাহে দোকানের সামনে বোমার মতো স্কচটেপে মোড়ানো একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি বোমা কি-না তা নিশ্চিত হওয়া না গেলেও এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এরই মধ্যে শাহী ঈদগাহ সড়কের একাংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে বোমার মতো বস্তুটি দেখতে পান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এনামুল হক। পুলিশ বলছে, কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী বস্তুটি রেখে যেতে পারে। বোমা ডিসপোসাল টিম আসলে তা উদ্ধার করা হবে।

পুলিশ মাইকিং করে লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইটে নিহত নারী জঙ্গি মানজিয়ারার পরিবারের পর জঙ্গি নেতা মাইনুল ইসলাম ওরফে মুসার পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশ। মুসার মা, ভাই ও বোন রাজশাহীতে ফিরে গেছেন।

অপরদিকে, অভিযানের ৬ দিনের মাথায় শিববাড়ি, পাঠান পাড়ায় ফের গ্যাস সংযোগ দেয়া হয়েছে। তবে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh