• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাণীনগরে দেড় বছরেও শেষ হয়নি রাস্তাটির কাজ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯
রাস্তা×দুর্ভোগ×রাণীনগর×ঠিকাদার×স্থানীয়×নির্মাণ×খোঁজ×অভিযোগ×
ছবি সংগৃহীত

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুসের দোকান থেকে রক্তদহ বিল মুখ পর্যন্ত এক কিলোমিটার এলজিইডির রাস্তার এইচবিবি কাজ দীর্ঘ দেড় বছরেও শেষ হয়নি এছাড়া কাজ সম্পন্ন না করেই কাজ ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার বর্তমানে রাস্তাটির কাজ মুখ থুবড়ে আছে ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকাবাসী

ওই রাস্তাটিকে ঘিরে রাণীনগর উপজেলা এলজিইডি অফিসের বিরুদ্ধে দায়িত্বহীনতাসহ নানান অভিযোগ তুলেছেন স্থানীয়রা

স্থানীয়রা বলছেন, বর্তমানে রাস্তা যেভাবে মুখ থুবড়ে পড়ে আছে অফিস থেকে কোনও খোঁজ খবরও নেওয়া হয়নি কাজ সম্পন্ন না করেই ঠিকাদার চলে গেছেন

এছাড়া যেটুকু রাস্তার কাজ করা হয়েছে সেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের

ঘটনায় দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী এদিকে ওই রাস্তার বিষয়ে উপজেলা এলজিইডি অফিসে তথ্য নিতে গেলে সাংবাদিকদের তথ্য দেননি এলজিইডি প্রকৌশলী

জানা গেছে, রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুসের দোকান থেকে রক্তদহ বিল মুখ পর্যন্ত কিলোমিটার রাস্তা এইচবিবি কাজ করার জন্য রাস্তার ধারে কিছু প্যালাসাইড করার জন্য ২০১৯ সালে জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) অফিস থেকে টেন্ডার দেওয়া হয় সেই টেন্ডারে পোরশার মেসার্স গণি স্টোর নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পান সেই কাজ নওগাঁর মিঠু নামে এক ঠিকাদার করছেন

এই কাজে বরাদ্দ দেওয়া হয় ৩৯ লাখ ৬৯ হাজার টাকা এরপর রাস্তাটির কাজ শুরু করেন ঠিকাদার রাস্তার অবশিষ্ট কাজ ফেলে রেখে চলে যান ঠিকাদার এছাড়া রাস্তার ধারে এখনও করা হয়নি প্যালাসাইড এর কাজ বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের কারণে রাস্তা খানা-খন্দে ভরপুর হয়ে মুখ থুবড়ে আছে দীর্ঘ প্রায় দেড় বছর পার হলেও রাস্তার কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের কর্মকর্তাদের দায়িত্বহীনতা এবং তদারকির অভাবে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মুখ থুবড়ে পড়ে আছে যেন দেখার কেউ নেই এছাড়া রাস্তাটির নির্মাণ কাজে নিম্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

স্থানীয় ময়নুল, তুহিন, আব্দুর রশিদ, আব্দুল কাইওমসহ অনেকেই বলেন, রাস্তা নির্মাণের জন্য খনন করে শুধু মাত্র এজিং দিয়ে ফেলে রাখায় কোনও গাড়ি চলাচল করতে পারছে না ফলে বিলের মধ্যে থেকে ফসলসহ কৃষি উপ্তাদিত পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়া গ্রামের উত্তর পাশ থেকে বাজারে মালামাল পরিবহন করতে পারছি না আমরা প্রায় দেড় বছর ধরে এমন দুরবস্থার মধ্যে থাকলেও কেউ কোনও খোঁজ- খবর নেয়নি দ্রুত কাজ শেষ করতে সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা

ব্যাপারে রাস্তাটির কাজের বর্তমান ঠিকাদার মিঠু বলেন, বন্যার পানির কারণে রাস্তার কাজ শেষ করা সম্ভব হয়নি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি

ব্যাপারে তথ্য নিতে গেলে আংশিক তথ্য দিয়ে রাণীনগর উপজেলা প্রকোশলী (এলজিইডি) শাহ মো. শহিদুল হক বলেন, সম্পন্ন তথ্য নিতে তথ্য অধিকার আইনে আবেদন করতে হবে অন্যথায় সব তথ্য দেওয়া যাবে না

ব্যাপারে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকছুদুল আলম বলেন, বন্যার পানির কারণে কাজের কিছুটা বিলম্ব হয়েছে কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিত দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
X
Fresh