• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মধ্য সাগরে প্রতিমন্ত্রীর যাত্রা বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৭, ১৭:০৭

সাগর উত্তাল থাকায় মধ্য সাগরে যাত্রা বাতিল করলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার ১১টার দিকে ঠেংগার চরের উদ্দেশ্যে পতেঙ্গা বোট ক্লাব ঘাট থেকে 'মেটাল শার্ক' বোটে যাত্রা শুরু করেন মন্ত্রী। কিন্তু সাগর উত্তাল ও ঢেউ বড় থাকায় ১৫ মিনিট পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছাকাছি যাবার পর বোট ফেরত আনা হয়।

এবিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাগর উত্তাল থাকায় ঠেংগার চরে যাওয়া সম্ভব হলো না । তবে আমাদের আন্তরিকতার অভাব নেই পরবর্তীতে যাবো।

তিনি বলেন, জরিপের কাজ দ্রুতই করতে চাই। জনগণকে সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করছি আমরা। কে সাইনবোর্ড দিচ্ছে সেটি বড় কথা নয়। আমরা সরেজমিনে দেখে বাস্তবতা সমর্থন করব। জরিপ ছাড়া তো ভূমির পরিমাণ বলা যাবে না। জরিপের পর সিদ্ধান্ত নেয়া হবে।

রোহিঙ্গাদের পুনর্বাসন প্রসঙ্গে সাইফুজ্জামান বলেন, এটি সারকিউমাসটেন্সিয়াল বিষয়। জিওপলিটিক্যাল বিষয়। রোহিঙ্গাদের বিষয়টি টেম্পরারি। তাদের সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। তারপরও মানবিক দিক বিবেচনা করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh