• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে টিকা গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৮
ময়মনসিংহ×দুপুর×গাছ×টিকা×শতাধিক×নিবন্ধন×শরীর×গ্রহণকারী×
ছবি সংগৃহীত

ময়মনসিংহে সকল প্রকার ভয়ভীতিকে জয় করে টিকা গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে। তৃতীয় দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিটি বুথে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

বয়স সীমা ৪০ নির্ধারণ করায় টিকা গ্রহণকারীদের সংখ্যাও বাড়ছে। দুপুর পর্যন্ত এখানে ছয় শতাধিক নারী-পুরুষ করোনার টিকা গ্রহণ করেছেন। তবে গ্রহণের ক্ষেত্রে নারীদের আগ্রহ ও উপস্থিতি ছিলো বেশি।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, প্রথম দিনে ৮৫৩ জন ও দ্বিতীয় দিনে এক হাজার ১৮৯জন এবং আজকে দুপুর নাগাদ ছয় শতাধিক নিবন্ধনকারি টিকা গ্রহণ করেছেন। গেলো দুই দিনে জেলায় ৬ জনের শরীরে সামন্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সুস্থ আছেন। গতকাল পর্যন্ত ১৪ হাজার ৭৬০ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের পরেই টিকা নিতে পারছেন বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
খেপে গিয়ে নিজের শরীর নিয়ে যে মন্তব্য করলেন নোরা ফাতেহি
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
X
Fresh