• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছেলের চেয়ে সাড়ে ১২ বছরের ছোট বাবা!

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯
বাবা×ছেলে×জন্ম×সংশোধন×জমা×বেড়া×সুবিধা×এনআইডি×
ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের কল্যাণে বাবার চেয়ে ছেলে সাড়ে ১২ বছরের বড়সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘটনা ঘটেছে জাতীয় পরিচয়পত্রে বাবার বয়স ৪৮ বছর আর ছেলের বয় ৬১ বছর দেখানো হয়েছে

জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের আব্দুল মালেক তার বড় ছেলে আবু তাহেরের জাতীয় পরিচয়পত্রে এমন অসংগতি ধরা পড়েছে বাবা আব্দুল মালেকের বয়স ৪৮ বছর পাঁচ মাস ১৯ দিন ছেলে আবু তাহেরের বয়স ৬১ বছর সাত দিন সে হিসেবে বাবার চেয়ে ১২ বছর ছয় মাস ১৯ দিনের বড় ছেলে

ছেলে আবু তাহের জানান, ভোটার তালিকায় তথ্য সংগ্রহ করার সময় সংগ্রহকারীর ভুলে এমন অবস্থা হয়েছে এখন তিনি ভুল সংশোধন করতে চান

বয়সের এমন আজব পার্থক্য সংশোধন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা নানা কাগজপত্র জমা দেয়ার বেড়াজালে বয়সটাই সংশোধন হয়নি কারণে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা

দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে আমরা বুজতে পারব কোথায় কিভাবে ভুল হয়েছে সংশোধনের জন্য আবেদন করলে ভুল সংশোধন করে দেওয়া যাবে

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ভোটার তালিকা তৈরি করায় এমন ভুল হতে পারে আবেদন করলে সংশোধন করা যাবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
বগুড়ায় জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগল
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
X
Fresh