Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮

নিজ ঘরে পড়তে বসা ছাত্রীকে ঘরের ছিদ্র দিয়ে অ্যাসিড নিক্ষেপ

নিজ ঘরে পড়তে বসা ছাত্রীকে ঘরের ছিদ্র দিয়ে অ্যাসিড নিক্ষেপ
ফাইল ছবি

ঘরের ভেতর টেবিলে বসে লেখাপড়া করছিলেন। টিনের ঘর, জানালাও আটকানো। কিন্তু ঘরের ছিদ্র দিয়ে ইনজেকশন ঢুকিয়ে লেখাপড়ায় ব্যস্ত শিক্ষার্থীর মুখমণ্ডলে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। পরে মেয়েটির চিৎকারে বাড়ির লোক এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান শিক্ষার্থীকে।

ভুক্তভোগী ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামের এবং সে উপজেলার রহিমা ইসলাম ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বসাক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অ্যাসিড নিক্ষেপের কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে তার মুখে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা আবদুল খালেক বাদী হয়ে শুক্রবার দুই যুবককে আসামি করে একটি মামলা করেছেন। জমিজমার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

এসআর/এসএস

RTV Drama
RTVPLUS