logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১৯ ফাল্গুন ১৪২৭

ময়মনসিংহে ৪৫০টি দরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনী

সেনাবাহিনী×ময়মনসিংহ×আর্টডক×খাবার×করোনাভাইরাস×ক্ষতিগ্রস্ত×প্রান্তিক×
ছবি আরটিভি নিউজ

মোমেনশাহী সেনানিবাসের পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও অসহায় ৪৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আর্টডক সদর দপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসসংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে আর্টডকের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান দুঃস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। ভবিষ্যতেও আর্টডকের উদ্যোগে এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ সময় সেনা অফিসারররা উপস্থিত ছিলেন। সহায়তা উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইতোমধ্যে আর্টডকের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো কর্তৃক দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার, হেড কভার, সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভসসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরাসরি শাক-সবজি ক্রয় এবং কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়।

জেবি

RTV Drama
RTVPLUS