• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাখ লাখ যৌন উত্তেজনা ট্যাবলেট কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছিল

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪১
হবিগঞ্জ×চট্টগ্রাম×ট্যাবলেট×পুলিশ×১৫×ডিবি×শহর×পুকুর×
ছবি সংগৃহীত

হবিগঞ্জ থেকে এজেআর ট্রান্সপোর্টের এজেন্সি ও কুরিয়ান সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামে পাঠানোর সময় ১৯টি কার্টুনে ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। যার মূল্য হবে ১১ লাখ টাকা।

সোমবার দুপুরে শহরের শ্মশানঘাট এলাকার এজেআর ট্রান্সপোর্ট সার্ভিসে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় ১৯টি কার্টুনে প্রায় ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন :

লাঠি হাতে নিজেই কেন্দ্র দখলে নেমেছিলেন বিজয়ী কাউন্সিলর আনোয়ার

ধর্ষণের শিকার মেয়েটি ছাদ থেকে কাপড় আনতে গিয়েছিলো

অচিরেই নকল নবিশদের চাকরি সরকারি হবে: আইনমন্ত্রী

এ বিষয়টি নিশ্চিত করে ডিবির অফিসার ইনচার্জ আল-আমিন জানান, শহরের তিনকোনা পুকুর পাড়ের মাইসা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের প্যাডে এসব অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট চট্টগ্রামে পাঠানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়। এসব অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেটের মূলহোতাকে গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
X
Fresh