• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পরাজিত শক্তি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়ন বাধাগ্রস্ত করছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৭, ২৩:২০

একাত্তরে জাতির জনকের বলিষ্ঠ নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় দেশ। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি পরাজিত শক্তি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এমন মন্তব্য করলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

সোমবার নিজ নির্বাচনী এলাকায় আলাদা দু’টি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের স্বাধীনতার ঘোষণাকে বুকে ধারণ করে প্রথমে যুবকরাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

ঘোষকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র অনুষ্ঠানে তিনি আরো বলেন, একাত্তরে নির্বিচারে মানুষ হত্যা করে, বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতেৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh