• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লালমোহনে ২০ বস্তা সরকারি চাল জব্দ

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২১, ১৫:৫০
চাল×সরকারি×জেলে×জব্দ×বস্তা×মাস×অক্টোবর×কমিটি×
ছবি সংগৃহীত

লালমোহনে ফের চাল উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার পৌর ভবনের স্টোর রুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসন চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।

এই চাল গেলো বছরের অক্টোবর মাসে জেলেদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও তিন মাস পেরিয়ে গেলেও পৌর মেয়র এমদাদুল হক তুহিন তা বিতরণ না করে আত্নসাৎ করার জন্য স্টোর রুমে লুকিয়ে রেখেছে বলে দাবি করেছেন লালমোহনের জেলেরা।

স্থানীয় সাংবাদিকরা জানান, লালমোহন পৌরসভা ভবনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলেদের মধ্যে বিতরণের ২০ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-নোমান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় জেলেদের ২০ বস্তা চাল জব্দ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আহ্ববায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করে। ওই কমিটির কাছে এসব চাল খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে রাখা হয় এবং খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয় আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য।

মেয়র তুহীন জানান, কিছু জেলে চাল না নেয়ায় তা থেকে যায়। গেলো দুই মাস ধরে নানা ঝামেলা থাকায় এসব চাল আর বিতরণ করা যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
৪ মাস পর টনক নড়ল ডিএনসিসির
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
X
Fresh