• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধামইরহাট পৌর নির্বাচনে ২২ প্রার্থীই মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারেননি  

  ২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৮

নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২২ জন মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারেননি। নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৫৬ জন লড়ছেন। তবে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে নেই ওইসব প্রার্থীরা। মানুষের সেবা প্রদান তাদের মূল লক্ষ্য, এ ভেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ধামইরহাট পৌরসভার নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনে প্রার্থীদের দাখিলকৃত হলফ নামায় দেখা যায় মেয়র পদে তিন জন প্রার্থীই শিক্ষিত। এদের মধ্যে স্বতন্ত্র নারকেল গাছ মার্কা প্রার্থী আইয়ুব হোসেন সর্বোচ্চ ডিগ্রী বিএ (সম্মান), এমএ এবং এলএলবি পাস।

নৌকার প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রহমান বিএ পাস। এছাড়া ধানের শীষের প্রার্থী সাবেক পৌর প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল এইচএসসি পাস। সংরক্ষিত ৩টি ওয়ার্ডের ১৭ নারী প্রার্থীর মধ্যে এইচএসসি পাস ২ জন, এসএসসি পাস ৩ জন, ১০ম শ্রেণি পাস ১ জন, ১০ জন ৮ম শ্রেণি পাস এবং একজন প্রার্থী নিরক্ষর। অপর দিকে ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে এমএ পাস ৬ জন, বিএ পাস ৪ জন, এইচএসসি পাস ৫ জন, এসএসসি পাস ১০ জন, ৮ম শ্রেণি পাস ৯ জন, ৭ম শ্রেণি পাস ১ জন এবং একজন প্রার্থী অক্ষর জ্ঞান সম্পন্ন।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন সকলে সমানতালে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। নিরক্ষর ও অপেক্ষাকৃত কম শিক্ষিত প্রার্থীরা বলেন, মানুষের সেবা প্রদানই তাদের মূল কথা। ভালোবাসা ও নিরলস শ্রম দিয়ে মানুষের সেবা প্রদান করার জন্য তারা প্রার্থী হয়েছেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তাদের বাধা হয়ে দাঁড়াবে না।

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
X
Fresh