• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হায়রে বিদ্যুৎ! মোমবাতি জ্বালিয়ে পৌর নির্বাচনের আইনশৃঙ্খলা সভা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৫০
হায়রে বিদ্যুৎ! মোমবাতি জ্বালিয়ে পৌর নির্বাচনের আইনশৃঙ্খলা সভা

আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। ভূঞাপু উপজেলা প্রশাসন প্রার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। নির্ধারিত সময়ের আগেই অডিটোরিয়ামে উপস্থিত হন প্রার্থীসহ সাংবাদিকরা। অতিথি হিসেবে উপস্থিত হন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু বিদ্যুৎ না থাকায় দেড় ঘণ্টা অতিবাহিত হলেও শুরু করা যায়নি সভা। পরে মোমবাতি জ্বালিয়ে সভা শুরু হয়।

প্রার্থীরা ক্ষোভের সঙ্গে জানান, নির্বাচনী প্রচারণার শেষ সময় চলছে। এখনকার এক মিনিট আমাদের কাছে অনেক সময়। আর দুই ঘণ্টা ধরে বসে আছি। বিদ্যুৎ নেই। মোমবাতি জ্বালিয়ে সভা শুরু হয়।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, টাঙ্গাইল গ্রিডে ব্রেকার ফ্লাসিংয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি, নেবে একাধিক
X
Fresh