• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটের ওপর দিয়ে বইছে হিমেল হাওয়া

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ১২:২৪
লালমনিরহাটের ওপর দিয়ে বইছে হিমেল হাওয়া
ফাইল ছবি

কুয়াশা কেটে গেলেও লালমনিরহাট জেলার ওপর দিয়ে বইছে হিমেল হাওয়া। গত তিন দিন ধরে এই জেলায় সূর্যের দেখা মেলেনি। দুপুরের দিকে ঘন কুয়াশা কেটে গেলেও বইছে হিমেল হাওয়া।

তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিস্তা ও ধরলা নদী তীরবর্তী ৬৮টি চরের প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষ। গবাদি পশুও রেহাই পাচ্ছে না শীতের প্রকোপ থেকে। খেটে খাওয়া মানুষরা কাজ কর্ম না পেয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর আরটিভি নিউজকে জানান, শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তবে ভুক্তভোগীরা বলছেন, এ পর্যন্ত যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে লালমনিরহাটের পাঁচটি উপজেলার তিস্তা তীরবর্তী এলাকার খেটে খাওয়া মানুষ কাজকর্ম না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। শীতে তিস্তা পারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল মানুষগুলো শীতবস্ত্রের অভাবে কষ্ট পোহাচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
আগামী তিন দিন যেমন থাকবে আবহাওয়া
শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
X
Fresh