• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আওয়ামী লীগ প্রার্থীর জনসভায় ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ০৯:২৩
ছবি সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার একটি নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদুজ্জামান শহিদের নির্বাচনী সভায় একাধারে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হরিদাগাছি গ্রামে অনুষ্ঠিত সভায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে নির্বাচনী সভা শুরু হয়। প্রার্থী শহিদুজ্জামান শহিদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যোন অ্যাডভোকেট আব্দুস সালাম।

মঞ্চের সামনে সারিবদ্ধ চেয়ারে বসে বক্তব্য শুনছিলেন ভোটাররা। এর ঠিক মিনিট দুয়েকের মধ্যে নির্বাচনী সভার মঞ্চের পেছনে একাধারে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়া জনতা ছুটাছুটি শুরু করেন। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. শহিদুজ্জামান শহীদ বলেন, আমার নির্বচনী সভায় ককটেল বিস্ফোরণ করেছে। জামায়াত-বিএনপির প্রার্থীর এলাকায় এটি ঘটেছে। এ ঘটনায় তাদের ভূমিকা রয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
X
Fresh