• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শিশু অপহরণ ও হত্যায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২১, ১৬:২২
শিশু অপহরণ ও হত্যায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড 

টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা এবং দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘাটাইল উপজেলার রামপুর গ্রামের শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন, গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি গ্রামের হিরালাল আর্য্যের ছেলে গৌতম চন্দ্র আর্য্য।
অপর দুই আসামি হাসান আলী ও সোহেল শিশু হওয়ায় তাদেরকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি শাহানশাহ মিন্টু। তিনি জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতী মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে আসামিরা শিশু সয়নকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা শিশুটির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে শিশু মাসুদ রানা সয়নকে হত্যা করে।

এ ঘটনায় ২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানী মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেন। এই ঘটনার প্রেক্ষিতে এ মামলায় গৌতম চন্দ্র আর্য্য, হাসান আলী ও মো. সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম নিয়ে কটূক্তি : জবি শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড
পরিচালককে ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ
সিরাজগঞ্জে হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছর কারাদণ্ড 
X
Fresh