• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০২১, ২২:০৯
টাঙ্গাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা 

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন এ জরিমানা করেন। এসময় ভূঞাপুর থানা উপ-পরিদর্শক টিটু চৌধুরীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, আগামী ৩০ জানুয়ারি ভূঞাপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন করায় ১০ জন কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরও যদি কোনও প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন 
X
Fresh