• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত, তিন ইউপি সদস্য বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২১, ২২:০০
প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত, তিন ইউপি সদস্য বরখাস্ত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধীর ভাতার ২৫ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের তিন ইউপি সদস্যকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- নাওডোবা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহিন ফকির, ১,২,৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা আক্তার ও ৪,৫,৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম মনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইউপি সদস্য শাহিন, সালমা ও মনির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকারি (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারার অপরাধে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া গত ১৭ জানুয়ারি পাঠানো কারণ দর্শানোর নোটিশে তাদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তার জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, গত বছরের ৭ অক্টোবর নাওডোবা ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ইলিয়াছ তালুকদার লিখিত অভিযোগে দেন। অভিযোগে তিনি লিখেন, ব্যাংক থেকে ভাতার টাকা তোলার পর ওই তিন ইউপি সদস্য আত্মসাৎ করেন। তিন মাসের ৯ হাজার টাকা ভাতা থেকে তাকে মাত্র দুই হাজার টাকা দেয়া হয়। তার মতো ১০ থেকে ১৫ জনের কাছ থেকেও এভাবে টাকা নেয়া হয়। অভিযোগের ভিত্তিতে পাওয়ার পর তদন্তে ওই তিন জনের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের সত্যতা পান তারা। পরে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে সাংবাদিক অপহরণের দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্ত
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য, সাংবাদিককে হত্যার হুমকি
কিশোর গ্যাংয়ে জড়ানোয় সন্তানকে ত্যাজ্য করলেন ইউপি সদস্য
ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত
X
Fresh