• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২১, ২০:১২
Distribution of winter clothes and goats among the needy at the initiative of BGB in Teknaf
কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ

কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন মাঠে অর্ধশতাধিক শীতার্ত ও দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। অন্যান্যদের মধ্যে লে. মোস্তাকিন বিল্লাহ, এডি নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার বজলুর রহমানসহ ২ বিজিবির কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় ৫০ জনের বেশি শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে কোভিড ১৯ এর প্রেক্ষিতে হতদরিদ্র জনসাধারণকে অনুদান হিসেবে ছাগল বিতরণ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, মুজিববর্ষ উপলক্ষে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ২ বিজিবির আওতায় বিভিন্ন এলাকায় এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুঃস্থদের নিয়ে ৩ বিজিবির আনন্দ বিনিময়
সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র দিতে এসে নেতাদের একহাত নিলেন কাদের
সুনামগঞ্জে সংবাদপত্র হকার্সদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
X
Fresh