• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ০৮:৫৪
মৃত্যু×কিশোর×ভারতীয়×অনুপ্রবেশকারী×সদস্য×গঠন×গুরুতর×স্থানীয়×
ছবি সংগৃহীত

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে রিজ উদ্দিন মোল্লা (১৭) নামে এক কয়েদির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামি সেলে এ ঘটনা ঘটে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার ডা. হেলাল উদ্দিন তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহ্সান উল্লাহ মাস্টার জেনারেল হাসতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিজ মোল্লা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে। তাকে কিশোরগঞ্জ জেলা থেকে অবৈধ অনুপ্রবেশ মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম আরটিভি নিউজকে জানান, তার সঙ্গে থাকা অন্যান্য সদস্যরা তাকে গুরুতর অবস্থায় পেয়ে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয়। কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
তীব্র দাবদাহ : ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে ডিএমপির অনন্য উদ্যোগ
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh