• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আরটিভির সাংবাদিকের উদ্যোগে লালমনিরহাটে কম্বল পেলেন ৫ শতাধিক শীতার্ত মানুষ

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ১৬:৩০
আরটিভির সাংবাদিকের উদ্যোগে লালমনিরহাটে কম্বল পেলেন ৫ শতাধিক শীতার্ত মানুষ
ফাইল ছবি

আরটিভির স্টাফ রিপোর্টারের উদ্যোগে লালমনিরহাটে কম্বল পেলেন ৫ শতাধিক শীতার্ত মানুষ। বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের হাজিপাড়া ও সদর উপজেলার খুটামারা এলাকার ৫ শতাধিক ছিন্নমূল ও বয়স্ক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন আরটিভির লালমনিরহাটের স্টাফ রিপোর্টার হাসান উল আজিজ।

উল্লেখ্য, কয়েক দিনের টানা মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় লালমনিরহাটের ৫ উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঘ মাসের শুরু থেকেই শীতের তীব্রতা হু হু করে বাড়ছে। এই হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা লালমনিরহাটে জেলার জনজীবন। বিশেষ করে তিস্তা তীরবর্তী এলাকার মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন। সরকারি বেসরকারি পর্যায়ে এ পর্যন্ত যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন অসহায় মানুষজন।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘২৭ লাখ টাকা খরচ করেছি, সরকারি কম্বল ছাড়া কিছুই পাইনি’
কম্বল বিতরণের সময় মারা গেলেন মেয়র
সন্দ্বীপে দুস্থদের মাঝে কম্বল বিতরণ 
সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণ করলেন তাসকিন
X
Fresh