• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যশোরে ৬৬৬ গৃহহীন পরিবার ঘর  পাবেন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ১৪:৫৪
গৃহহীন×পরিবার×ঘর×প্রশাসক×ভূমি×আগামী×তথ্য×রান্না×টাকা×
ছবি সংগৃহীত

যশোরে এক হাজার ৭৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ দেওয়া হবে। এর মধ্যে আগামী ২৩ জানুয়ারি প্রথম ধাপে ৬৬৬টি পরিবারকে ভূমি ও গৃহ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ভূমি ও গৃহহীনদের মধ্যে ঘর ও জমি বুজিয়ে দেবেন।

আজ বৃহস্পতিবার যশোর কালেক্টরেটের সভা কক্ষে জেলা প্রশাসক ড. তমিজুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জেলা প্রশাসক ড. তমিজুল ইসলাম খান জানান, আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টায় জেলার আট উপজেলার ৬৬৬টি পরিবারকে জমি ও ঘর বুজিয়ে দেবেন।

এর মধ্যে সদর উপজেলায় ২৯০টি, বাঘারপাড়ায় ১৪টি, ঝিকরগাছায় ১৯টি, চৌগাছায় ২৫টি, মণিরামপুরে ১৯৯টি, অভয়নগরে ৫৭টি, কেশবপুরে ১২টি এবং শার্শায় ৫০টি পরিবার পুনর্বাসিত হবে।

এসব ভূমিহীনদের জন্য দুই শতক জমি, দৃষ্টিনন্দন ইটের গাথুনি, রঙিন টিনের ছাউনিবিশিষ্ট দুই রুমবিশিষ্ট ঘর, রান্নাঘর ও টয়লেট দেওয়া হবে। এতে প্রতিটি ঘরের জন্য এক লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
বীমা দাবির ১০ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স
বেনজীর ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক
X
Fresh