কাজী মনজুরুল, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সিটি নির্বাচন: ৩১নং ওয়ার্ডরে সাধারণ কাউন্সিলর নির্বাচন বাতিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা যাওয়ায় ওয়ার্ডটির সাধারণ আসনের কাউন্সিলর পদের সকল নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় বিষয়টি।
গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২০ অনুযায়ী নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করা হলো। গত ১৮ জানুয়ারি ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হল।
এসআর/এম