পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ
পাবনায় র্যাবের হাতে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক

পাবনার শহরের গাছপাড়া বাইপাস মোড় থেকে ২৮ কেজি গাঁজাসহ মুস্তাফিজুর রহমান(২৯) ও আবু হানিফ(১৮) নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার বন্দর আমতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুস্তাফিজ ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামুতিয়া গ্রামের নবাব আলীর ছেলে হানিফ।
বুধবার সকালে তাদের আটক করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাছপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও ১টি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা আন্তঃজেলা মাদককারবারী। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।
এসএস