• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যৌন উত্তেজক ওষুধ বিক্রি করায় দুই নারীকে জরিমানা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২১, ১১:৩৬
Two women fined for selling sexually arousing drugs
যৌন উত্তেজক অবৈধ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে আটক দুই নারী

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গড়মাটি বাজারে যৌন উত্তেজক অবৈধ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে দুই নারীসহ ৩ জনকে চার লাখ টাকা জরিমানাসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিনজনকে এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার আবু মোজাফফরের স্ত্রী মমতাজ পারভিন (৪৬), জহুরুল ইসলামের ছেলে মো. খাইরুল ইসলাম (৩৭), আবু জাফরের স্ত্রী সুরাইয়া তানজিম (২৫)।

নাটোর র‌্যাব জানায়, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। সে সময় ৩৩ রকমের ক্ষতিকারক এবং যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে ডা. রাজেশ কুমার সাহা ও ড্রাগ সুপার মাখনুন তাবাসছুমের উপস্থিতিতে সুরাইয়া তানজিম ও মমতাজ পারভিনকে দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই সময় খাইরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh