• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৮:০৯
নড়াইল×মামলা×অস্ত্র×দণ্ড×মশিয়ার×সোচাইল×লোহাগড়া×চলাকালীন×
ছবি সংগৃহীত

নড়াইলে অস্ত্র মামলায় শেখ মো. নাঈম ওরফে জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মো. নাঈম নড়াইলের লোহাগড়া উপজেলার চর সোচাইল পাংখার চর পূর্ব পাড়ার তৈয়বুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ফ্রেরুয়ারি মাসের দুই তারিখে নড়াইলের লোহাগড়া উপজেলার সোচাইল পাংখার চর পূর্ব পাড়ার এলাকায় শেখ মো. নাঈমের বসতবাড়ি থেকে দেশীয় তৈরি ওয়ান সুটারগানসহ গ্রেপ্তার করে র‌্যাব-৬।

এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করে র‌্যাব-৬। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালীন মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসিামি শেখ মো. নাঈম পলাতক আছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
X
Fresh