• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে হয়ে গেল ‘জি পি এইচ ইস্পাত  আলোকিত কোরআন- ২০২১’ 

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৩০
কোরআন প্রতিযোগিতা

চলছে মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপি আরটিভির ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা “জি পি এইচ ইস্পাত আলোকিত কোরআন- ২০২১”। আজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের অডিশন।

বন্দর নগরীর কাপাসগোলায় অবস্থিত কাপাসগোলা আদর্শ মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত এই অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মো. মহসেন আল হোসাইনী, ক্বারী সাইফুল ইসলাম পারভেজ, হাফেজ কারী আব্দুর রহমান, হাফেজ মো. ওবায়দুললাহ প্রমুখ।

আগামী একুশ জানুয়ারি অনুষ্ঠিত হবে গাজীপুর জোনের অডিশন। প্রতিযোগিতার বিষয়ে আপডেট পেতে ভিজিট করুন www.facebook.com/rtv-আলোকিত-কোরআন । দেশের মোট ১৮ টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁও এ অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করা হবে সেরা প্রতিযোগী। এরপর শুরু হবে মূল পর্ব। এর পুরো আয়োজনে বিচারক হিসেবে সুনিপুণ দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করবেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমগণ। জি পি এইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন সম্প্রচারিত হবে রমজানের প্রতিদিন ইফতারের পূর্ব মুহুর্তে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh