• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হোয়াইট হাউসে ময়মনসিংহের ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৫১
জাইন×বাংলাদেশি×আমেরিকান×সিনিয়র×হোয়াইট×হাউস×এলাকাবাসী×মাদরাসা×
ছবি আরটিভি নিউজ

৩০ বছর বয়সী যুবক জাইন সিদ্দিকী। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামে।

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে গ্রামে বিরাজ করছে উৎসব আমেজ।

গেলো বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নাম ঘোষণা করা হয় বাংলাদেশি যুবক জাইন সিদ্দিকীর।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের চিকিৎসক মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ও হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে জাইন সিদ্দিকী। ৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন। সেখানেই জন্ম একমাত্র ছেলে জাইনের।

সর্বশেষ ২০১৬ সালে বাবার সঙ্গে গ্রামের বাড়িতে ঘুরে গেছেন জাইন সিদ্দিকী। সুযোগ পেলেই দেশে আসেন তিন। বড় পদে চাকরির সংবাদে খুশি জাইনের গ্রামের বাড়ির স্বজন ও প্রতিবেশীরা।

জাইন সিদ্দিকীর বাবা মোস্তাক আহম্মেদ সিদ্দিকী টেলিফোনে স্বজনদের জানান ছেলের এমন খুশির খবর। এরপর এলাকাবাসী ও হাফিজিয়া মাদরাসার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
X
Fresh