• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৩৯
ফরিদপুর×অধিদপ্তর×সহযোগিতা×ফায়ার×সতর্ক×বাংলাদেশ×অভিযান×সময়×
ছবি সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় কোনও কাগজপত্র না থাকায় মণ্ডল ব্রিকসসহ দুইটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া আরও চারটি ইটভাটায় অভিযান চালিয়ে নানা অনিময় থাকায় জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, ঢাকা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে সহযোগিতা করেন র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুর জেলায় বিভিন্ন অবৈধ ইটভাটা রয়েছে।

এসব ইটভাটা অনিয়ম ও অবৈধভাবে চলছিল। বিভিন্ন সময় তাদের সর্তক করা হয়। আজ থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
X
Fresh