• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৫:২৮
মানববন্ধন×বক্তব্য×সংগঠন×পুলিশ×অপমান×ব্যবসায়ী×হয়রানি×সাজমুল×
ছবি আরটিভি নিউজ

চিকিৎসকদের প্রেসক্রিপশনে বিদেশি অনিবন্ধিত ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট লেখা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করে জেলা শহরের তিন শতাধিক ওষুধ ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. রাজা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতা উল্লাহ, সদস্য মো. মোশারফ হোসেন এবং সাজমুল হক বাবু।

বক্তারা বলেন, ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে অনিবন্ধিত বিদেশি ওষুধ এবং ফুড সাপ্লিমেন্টের নাম লিখেন। যে কারণে বাধ্য হয়েই ব্যবসায়ীদের সব ওষুধ রাখতে হয়। আর এসব ওষুধ বিক্রি বন্ধে প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লাখ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে অংশ নেওয়া র্যা ব কিংবা পুলিশ সদস্যরা ব্যবসায়ীদের অপমান অপদস্থসহ বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। এসব হয়রানি বন্ধ ও ডাক্তারদেরকে বিদেশি অনিবন্ধিত ওষুধ লেখা বন্ধের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
X
Fresh