• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় নিহত ১

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৫:০৩
ট্রেন×পাবনা×রাজশাহী×দুর্ঘটনা×উপজেলা×রেললাইন×দুমড়েমুচড়ে×শ্রমিক×
ছবি সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দবির খাঁ (৫০) নামের ট্রলির এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রলির চালকসহ অপর পাঁচজন আহত হয়েছেন।

নিহত শ্রমিক দবির খাঁ সুজানগরের হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁর ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে ট্রেনটি তাঁতীবন্দ স্টেশনের অদূরে হুদারপাড়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে ইটবোঝাই ট্রলিটি অসতর্কতায় রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং শ্রমিক দবির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ট্রলির চালকসহ গুরুতর আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
X
Fresh