• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ছাত্রলীগ কর্মী হত্যা ঘটনায় কথিত যুবলীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৫
ছবি- আরটিভি নিউজ।

চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার এলাকায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান রোহিত হত্যা ঘটনায় দুজন কথিত যুবলীগ নেতাসহ দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশিকুর রহমান রোহিতকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার আটদিন পর রোহিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন, সাইফুল ইসলাম বাবু (২০) ও মো. মহিউদ্দীন।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। এদের মধ্যে দুজন’কে ঢাকার মুগদা ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে মহিউদ্দীন নিজের দাড়ি কেটে ফেলে পরিবর্তন করে নিজেকে। এ দুজন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ৮ জানুয়ারি ছুরিকাঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৫ তারিখ মারা যান রোহিত। দুই আসামিকে পরে রিমান্ড আবেদনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh