• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৩:৫৪
মৃত্যু×করোনা×পরীক্ষা×নমুনা×আক্রান্ত×হাসপাতাল×তিনজন×যশোর×
ছবি সংগৃহীত

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাসুম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ নিয়ে যশোরে করোনায় মোট ৬৫ জনের মৃত্যু হলো। মোহাম্মদ মাসুমের বাড়ি যশোর শহরের পুরাতন কসবায়।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, মোহাম্মদ মাসুম অসুস্থ হলে গত ১৩ জানুয়ারি নমুনা দেন। নমুনা পরীক্ষা শেষে ১৫ জানুয়ারি তার পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন মোহাম্মদ মাসুম। এ নিয়ে যশোরে ৫৬ জন এবং ঢাকায় পাঁচজন ও খুলনায় চারজনের মৃত্যু হয়েছে। সব মিলে করোনায় ৬৫ জনের মৃত হয়েছে যশোরে।

এছাড়া, এ পর্যন্ত ২৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৪ হাজার ৭০৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন হাসপাতালে এবং ২৭৩ জন আইসোলেশনে রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
X
Fresh