• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'জঙ্গিরা জাতিকে দাবিয়ে রাখতে পারবে না'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৭, ২২:৫০

২৫ মার্চ কালো রাতে নারকীয় হামলা চালিয়ে বাঙালি জাতিকে স্তব্ধ করতে চেয়েছিল পাক হানাদাররা। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এখন জঙ্গিরাও এ জাতিকে দাবিয়ে রাখতে পারবে না। বললেন সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম।

নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

মোরশেদ আলম বলেন, পাকিস্তানিরা যেমন বাঙালিকে দমাতে পারেনি তেমনি জঙ্গিরাও পারবে না। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিশ্বদরবারে দেশের মানুষকে মর্যাদাশীল জাতি হিসেবে তুলে ধরছেন। এখন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা উন্নয়ন নস্যাৎ করতে জঙ্গিবাদ উসকে দিচ্ছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে, ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি¦ মোরশেদ আলম। এরপর দিনের কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন মোরশেদ আলম।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অংশ নেন এবং ছাতার পাইয়া ইসলামিয়া কারামতিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh