• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে গণপিটুনিতে ডাকাত নিহত

সীতাকুন্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১০:৪০
নিহত×ডাকাত×সোমবার×গণপিটুনি×সীতাকুণ্ড×প্রতিরোধ×বাংলাদেশ×
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় গনপিটুনিতে এক অজ্ঞাতনামা ডাকাত (৫২)নিহত হয়েছেন। আজ সোমবার এ ঘটনা ঘটে। সীতাকুণ্ডবাসী বেশ কিছুদিন ধরেই ডাকাত আতঙ্কে ছিলো। প্রতি রাতে ডাকাতি ছিলো নিত্যদিনের ব্যপার।

প্রতিরাতে এলাকাবাসী দল বেঁধে ডাকাত প্রতিরোধে পাহাড়া দিতো।

প্রসঙ্গত, সীতাকুণ্ডে গত মাসে প্রায় ১৩টি ডাকাতির ঘটনা ঘটে। তার মধ্যে ৩০ জনকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছে। ৩০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলো। ডাকাতির মামলা হয়েছে তিনটি। ১০ ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে বলেন, একজন অজ্ঞাতনামা ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে। এতে তিনি মারা গেছেন। পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে ডাকাতির প্রতিরোধে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
X
Fresh