• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে আলোকিত কুরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৩৩
কুরআন×নারায়ণগঞ্জ×রমজান×প্রতিযোগী×জামতলা×বাংলাদেশ×মাদরাসা×আরটিভি×
ছবি সংগৃহীত

পবিত্র মাহে রমজান মাস জুড়ে আরটিভির ১১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কুরআন ২০২১ এর নারায়ণগঞ্জ জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শহরের জামতলা বাইতুল মোশাররফ জামে মসজিদ উম্মুল ফাতাহ মাদরাসায় গোটা জেলার কয়েক শতাধিক প্রতিযোগী অডিশনে অংশ নেন।

দিনব্যাপী এ অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা হেমায়েত হোসেন ও হাফেজ মাওলানা সারোয়ার হোসেন।

দেশের ১৮টি জোন থেকে অডিশনের মাধ্যমে বাছাই করে সেরা প্রতিযোগীদের নিয়ে মূল পর্ব অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনে বিচারক হিসেবে থাকবেন দেশবরণ্য, বিশ্ব সেরা হাফেজ এবং আলেমগন। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কুরআন অনুষ্ঠানটি সুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে সেইসঙ্গে দর্শকরা একটি মনমুগ্ধকর রিয়্যালিটি শো দেখতে পাবে বলে বিশ্বাস আরটিভি কর্তৃপক্ষের। জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কুরআর সম্প্রচারিত হবে মাহে রমজান জুড়ে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
আরটিভিতে আজ যা দেখবেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
X
Fresh