logo
  • ঢাকা শনিবার, ০৬ মার্চ ২০২১, ২১ ফাল্গুন ১৪২৭

আগুনে ১৬টি ঘর পুড়ে ছাই

আগুন×দোকান×ঘর×শনিবার×বাংলাদেশ×স্টোর×কোটালিপাড়া×কোটি×
ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে দোকান ঘর ও স্টোর-রুমসহ ১৬টি ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দিনগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সঙ্গীত ইলেক্ট্রনিক্স নামে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ইলেক্ট্রনিক্স, টেলিভিশন, মোবাইল, স্টেশনারি, ওষুধ বিপণী ও মুদি মালামালের দোকান এবং স্টোর-রুমসহ ১৬টি ঘরে আগুন লেগে যায়।

কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস আরটিভি নিউজকে জানিয়েছেন, খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রত সেখানে পৌঁছলেও ঘটনাস্থলে রাস্তা প্রশস্ত না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের অনেক বেশি সময় লেগে যায়। ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকাণ্ডে সেখানকার বিভিন্ন ব্যবসায়ীর অন্তত পৌনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেবি

RTV Drama
RTVPLUS