• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ১৩:১১
শৈত্যপ্রবাহ×ভারপ্রাপ্ত×মৌলভীবাজার×সেলসিয়াস×শীত×কুয়াশা×বাংলাদেশ×
ছবি সংগৃহীত

মৌলভীবাজার জেলা জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। টানা কয়েক দিন থেকে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ অভ্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আজ রোববার সকাল ৯ টায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পরেছেন। রাস্তায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চালাতে দেখা গেছে।

শীতের কারণে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। মৌলভীবাজার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বাড়ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জামান আরটিভি নিউজকে জানান, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। শীতের এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে জিতে যা বললেন মিশা সওদাগর
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
X
Fresh