• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৫
বৃদ্ধা×ট্রেন×মৃত্যু×চুয়াডাঙ্গা×শনিবার×বাংলাদেশ×কপোতাক্ষ×
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে রোমেলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদূরে ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রোমেলা খাতুন সদর উপজেলার বড়শলুয়া গ্রামের মৃত সবদুল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জখম আলী নামে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে মারা যান।

তার সন্তানদের দেখার জন্য মৃত জখম আলীর ফুপু রোমেলা খাতুন আজ শনিবার বেলা ১১টার দিকে সেনেরহুদা গ্রামে আসছিলেন।

এ সময় উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে রেলগেট পার হওয়ার সময় খুলনা হতে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধার দেহ ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান আরটিভি নিউজকে জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
X
Fresh