• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোগীর মৃত্যুর পর হাসপাতালে স্বজনদের হামলা

ভোলা  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ১৮:২৩
হামলা×স্বজন×বিয়ে×দৌলতখান×ভোলা×শনিবার×স্টাফ×বাংলাদেশ×
ছবি সংগৃহীত

ভোলার দৌলতখানে মেঘনা নদীর স্লুইসগেইট এলাকায় শনিবার এক ভ্যানচালকের মৃত্যুকে ঘিরে স্বজন ও শ্রমিকরা হাসপাতালে হামলা চালায়।

এ সময় এদের কাছে লাঞ্ছিত হন ডাক্তার ও স্টাফরা। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান আরটিভি নিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে তেলের ড্রাম পড়ে আহত হন ছিদ্দিক ( ৩৫) নামের এক ভ্যানচালক।

আহত ছিদ্দিককে দৌলতখান হাসপাতালে আনার কিছু পড়ে তার মৃত্যু হয়। এ সময় কিছু শ্রমিক উত্তেজিত হয়ে ওঠে। এরা হাসপাতালে চওড়াও হয়। খবর পেয়ে ওসিসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন । বিকেলে নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ছিদ্দিকের বাড়ি দৌলতখান পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে। এদিকে শ্রমিক ও নিহতের স্বজনদের হামলার প্রেক্ষিতে হাসপাতাল স্টাফরা ক্ষোভ জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh