• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোগীর মৃত্যুর পর হাসপাতালে স্বজনদের হামলা

ভোলা  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ১৮:২৩
হামলা×স্বজন×বিয়ে×দৌলতখান×ভোলা×শনিবার×স্টাফ×বাংলাদেশ×
ছবি সংগৃহীত

ভোলার দৌলতখানে মেঘনা নদীর স্লুইসগেইট এলাকায় শনিবার এক ভ্যানচালকের মৃত্যুকে ঘিরে স্বজন ও শ্রমিকরা হাসপাতালে হামলা চালায়।

এ সময় এদের কাছে লাঞ্ছিত হন ডাক্তার ও স্টাফরা। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান আরটিভি নিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে তেলের ড্রাম পড়ে আহত হন ছিদ্দিক ( ৩৫) নামের এক ভ্যানচালক।

আহত ছিদ্দিককে দৌলতখান হাসপাতালে আনার কিছু পড়ে তার মৃত্যু হয়। এ সময় কিছু শ্রমিক উত্তেজিত হয়ে ওঠে। এরা হাসপাতালে চওড়াও হয়। খবর পেয়ে ওসিসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন । বিকেলে নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ছিদ্দিকের বাড়ি দৌলতখান পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে। এদিকে শ্রমিক ও নিহতের স্বজনদের হামলার প্রেক্ষিতে হাসপাতাল স্টাফরা ক্ষোভ জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh