বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:৩০
ট্রলির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

বরগুনায় মালবাহী ট্রলির ধাক্কায় শানু মোল্লা (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
বরগুনা থানার উপ-পরিদর্শক কাজী ওবায়দুল আরটিভি নিউজকে জানিয়েছেন, শনিবার বেলা ১১ টার দিকে শানু মোল্লা খালি রিকশা নিয়ে বরগুনা শহরের দিকে যাচ্ছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাকেসহ রিকশাটিকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার আগেই রিকশাচালক মারা যান।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
জেবি