• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিফজুল কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা জোন অডিশনে ১০ জনের ‘ইয়েস’ কার্ড

ধর্ম ডেস্ক, আরটিভি ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০২১, ১৬:৪১
'Yes' card for 10 people in Comilla zone audition in Hifzul Quran competition
হিফজুল কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা জোন অডিশন চলছে

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জি পি এইচ ইস্পাত আলোকিত কোরআন-২০২১’ শুরু হয়েছে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় তাহযীবুল উম্মাহ্ নোয়াপাড়া, (পাসপোর্ট অফিস সংলগ্ন) আদর্শ সদর, কুমিল্লায় অনুষ্ঠিত হলো কুমিল্লা জোনের অডিশন। এদিন ১০ জন পরবর্তী পর্বের জন্য ‘ইয়েস কার্ড’ পেয়েছেন।

আজ কুমিল্লা জোনের অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাহজাহান সাঈদী ও হাফেজ মাওলানা সাঈদুজ্জামান নূর।

দেশের মোট ১৮টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করা হবে সেরা প্রতিযোগীদের। এরপর শুরু হবে মূল পর্ব। পুরো আয়োজনে বিচারক হিসেবে দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করবেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমগণ।

জি পি এইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠানটি কোরআনের সুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং দর্শকগণ একটি মনোমুগ্ধকর রিয়েলিটি শো দেখতে পাবে বলে আরটিভি কর্তৃপক্ষের বিশ্বাস। জি পি এইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে সম্প্রচারিত হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ‘সিলেকশন রাউন্ড’।

১৭ জানুয়ারি (রোববার), নারায়ণগঞ্জ জোন: উম্মুল ফাতাহ মাদরাসা, নিউ চাষাড়া, বাইতুল মোশাররফ জামে মসজিদ, জামতলা, নারায়ণগঞ্জ। যোগাযোগ: ০১৭৬৫-৪৪০২৮০।

১৮ জানুয়ারি (সোমবার), নোয়াখালী জোন: তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, মোহাম্মদিয়া মঞ্জিল, কলেজ রোড, (কাশেম উকিল মোড়), মাইজদী, নোয়াখালী। যোগাযোগ: ০১৮২৩-০৭৫৭৯০।
১৯ জানুয়ারি (মঙ্গলবার), চট্টগ্রাম জোন: কাপাসগোলা আদর্শ মহিলা মাদরাসা, ৩৯ কাপাসগোলা, চকবাজার, চট্টগ্রাম। যোগাযোগ : ০১৮১৭-২০৭০৪৬।

২১ জানুয়ারি (বৃহস্পতিবার), গাজীপুর জোন: রহমানিয়া ইন্সটিটিউট, লাঘালিয়া, হাড়িনাল. গাজীপুর সিটি, গাজীপুর। যোগাযোগ: ০১৭১৭-৪৬৩৬২২।

২৩ জানুয়ারি (শনিবার), সাভার (আশুলিয়া) জোন: তা’লিমুল উম্মাহ দাখিল মাদরাসা, রহমতবাগ, ঘোষবাগ, জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা। যোগাযোগ: ০১৭১২-০৬৫৭১৪।

২৪ জানুয়ারি (রোববার), ময়মনসিংহ জোন: জামিয়া রাহমানিয়া মোমেনশাহী, বলাশপুর, সদর, ময়মনসিংহ। যোগাযোগ: ০১৭১৪-৬৩৫৭৯৩, ০১৯১৯-৬৩৫৭৯৩।

২৫ জানুয়ারি (সোমবার), মুন্সিগঞ্জ জোন: ইসলামপুর ইশআতুস সুন্নাহ মাদরাসা। উত্তর ইসলামপুর, মুন্সিগঞ্জ। যোগাযোগ: ০১৯২০-৭৪২১১৪।

২৬ জানুয়ারি (মঙ্গলবার), টাঙ্গাইল জোন: বাইতুল হিকমাহ মডেল মাদরাসা (কুমুদিনী কলেজের দক্ষিণ পার্শ্বে) ব্শ্বিাস বেতকা, টাঙ্গাইল। যোগাযোগ: ০১৭৯৬-৯৯১৭২২।

২৭ জানুয়ারি (বুধবার), খুলনা জোন: শিরোমনী হাফিজিয়া মাদরাসা, খানজাহান আলী, শিরোমনী, খুলনা। যোগাযোগ: ০১৯৩০-৮০৪৪১৮।

২৮ জানুয়ারি (বৃহস্পতিবার), বরিশাল জোন: চাঁদমারি এসহাকিয়া মুহাম্মাদিয়া মাদরাসা, চাঁদমারি মাদরাসা রোড, বরিশাল। যোগাযোগ: ০১৭১৫-৩৫০৫১১, ০১৭১২-৯৪৩৬৮৬।

৩০ জানুয়ারি (শনিবার), বি-বাড়িয়া জোন: মারকাজুত তাজভিদ ইন্টা. মাদরাসা, বি-বাড়িয়া বিশ্ব রোড, মদিনা সিটি গার্ডেন। যোগাযোগ: ০১৯৮৭-৭১০৯৮০, ০১৭৩১-০৯৩৯৮৯।

৩১ জানুয়ারি (রোববার), সিলেট জোন: হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা। সোবহানী ঘাট, সিলেট। যোগাযোগ: ০১৭১২-১৪৮২৩৬।

০২ ফেব্রুয়ারি (মঙ্গলবার), রংপুর জোন: ধাপকেল্লাবন্দ নূরানী হাফেজিয়া মাদরাসা, সিও বাজার, রংপুর। যোগাযোগ: ০১৭৩১-৪৯৫৩৩২।

০৩ ফেব্রুয়ারি (বুধবার), বগুড়া জোন: স্কুল অব দ্যা হলি কুরআন, ওয়াতন ভবন, কানসগাড়ী, বগুড়া। যোগাযোগ: ০১৯১৪-৬৩১০৯৮।

০৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), রাজশাহী জোন: তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রাজশাহী। এস. এস. প্যালেস, তেরোখাদিয়া শান্তিবাগ, ৪নং লেন, (তেরোখাদিয়া কাঁচা বাজারের উত্তরপাশে) রাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী। যোগাযোগ: ০১৭৯২-৪০৩৪০৭, ০১৯১৯-৮২৯৮৪৮।

০৬ ফেব্রুয়ারি (শনিবার), ঢাকা-উত্তরা জোন: আল-নাহদা মডেল মাদরাসা, স্কুল রোড, গাওয়াইব, দক্ষিণখান। যোগাযোগ: ০১৯৭৯-৬৭৬৭০০।
এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা
অস্ট্রেলিয়ায় জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
X
Fresh