আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ
সর্বাধিক ভোটারের পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে

সারা দেশে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সর্বাধিক ভোট নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাভার পৌরসভা নির্বাচন।
মোট ৮৪ টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
সাভার পৌরসভায় মোট ভোটার রয়েছে এক লাখ ৮৮ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৯৩ হাজার ৫০১ জন।
এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে হাজী আব্দুল গনি , বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে হাজী রেফাতউল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র্যাব, পুলিশ ও বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।এখন পর্যন্ত কোথাও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেবি