logo
  • ঢাকা শনিবার, ০৬ মার্চ ২০২১, ২১ ফাল্গুন ১৪২৭

জামাইয়ের চোখের সামনে শ্বশুরের মৃত্যু

মৃত্যু×ট্রাক×বগুড়া×জিয়া×মেডিকেল×বাংলাদেশ×
আরটিভি নিউজ

বগুড়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার নশিপুর ইউনিয়নের চুনাতিঘাট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম(৫৫)। তিনি শাজাহানপুরের বোহাইল উত্তরপাড়া গ্রামের মৃত আমীর প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে সাইফুল ও জামাই রজিবুল ইসলাম মোটরসাইকেল কেরে গাবতলীতে দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে নশিপুর ইউনিয়নে চুনাতিঘাট ব্রিজে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।

স্থানীয়রা আহত রজিবুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে এখনও শনাক্ত করা যায়নি।

জেবি

RTV Drama
RTVPLUS