• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ০৯:১১
সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়
ফাইল ছবি

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। শনিবার (১৬ জানুয়ারি) জেলার বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার হামিদুল হক জানান, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল শুক্রবার নওগাঁয় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

চলমান তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর উত্তর থেকে আসা হিমেল বাতাসের কারণে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ জেঁকে বসা কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। শীতের তীব্রতার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না তারা।

শীতের তীব্রতার কারণে অটোভ্যান, রিকশাসহ ছোট ছোট যানবাহনে উঠছে না যাত্রীরা। মাঠ-ঘাটে কাজে ফিরতে পারছে না দিনমজুররা। কমে গেছে আয়। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় জন-জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ঘন ঘন হিট ক্র্যাম্প, যাদের ঝুঁকি বেশি 
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
যশোর অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
X
Fresh