• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাঙালিভোজে আওয়ামী লীগের সংঘর্ষ, ছাত্রলীগকর্মী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, ফেনী

  ২৬ মার্চ ২০১৭, ১৬:২২

ফেনীতে স্বাধীনতা দিবসের কাঙালিভোজে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত রিপন (২৫) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

শনিবার সোনাগাজীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বগাদানা ইউনিয়ন পরিষদ সদস্য সেলিসসহ তিনজনকে আটক করেছে বলে জানায় সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবীর।

জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ক খ ম ইসহাক খোকন কাঙালিভোজে আয়োজন করেন।

এ ব্যাপারে খোকন বলেন, কাঙালিভোজে আয়োজন চলছিল শনিবার রাতে। গভীর রাতে বগাদানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম সেখানে হামলা চালান। ওই সময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মাঝে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

তিনি আরো বলেন, এ সময় ছাত্রলীগকর্মী রিপন গুলিবিদ্ধ হন, আহত হন অন্তত ১০ জন। স্থানীয়রা গুলিবিদ্ধ রিপনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফেনী জেলা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh