• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কলেজ শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২১, ১৩:৫৯
হত্যা×ফরিদপুর×হাসপাতাল×হামলাকারী×বাংলাদেশ×
আরটিভি নিউজ

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এক কলেজ শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে

নিহতের নাম সাজেদুর রহমান সিফাত (১৮) বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়

সাজেদুর রহমান কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে

সাজেদুর পাংশা সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন সাজেদুরের মামা রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে ব্যাডমিন্টন খেলা দেখে সাজেদুর বন্ধু স্বপনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন

সাজেদুরদের বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একদল সন্ত্রাসী ওৎ পেতে ছিল তাদের সঙ্গে স্বপনের বিরোধ ছিল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করা হয় স্বপনকে হত্যার জন্য ইট ছুঁড়ে মারে তারা বিপদ আঁচ করতে পেরে স্বপন পালিয়ে যান সময় সাজেদুর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই হামলাকারীদের সাজেদুর চিনে ফেলায়, পরে হামলাকারীরা সাজেদুরকে হাতুড়ি বাটাম দিয়ে বেদম মারধর করে

তাকে মাটিতে ফেলে কিলঘুষি পা দিয়ে পাড়ানো হয় হামলাকারীরা -৫জন হাতুরি দিয়ে তার শরীরে ৮৫টি আঘাত করে তার অজ্ঞান করে ফেলে চলে যায় আহত সাজেদুরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়

ফরিদপুর থেকে বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান রিয়াজুল ইসলাম সাংবাদিকদের আরও জানান, সাজেদুরের সঙ্গে এলাকার কারও বিরোধ ছিল না সে খুব শান্ত প্রকৃতির ছিলো ফটোগ্রাফিতে পড়ালেখার তার খুব ইচ্ছে ছিলো এজন্য ভারতে বিষয়ে পড়ালেখা করতে যাওয়ার প্রক্রিয়া চলছিল প্রসঙ্গে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন আরটিভি নিউজকে বলেন, বিষয়ে কেউ থানায় কোনও অভিযোগ করেননি বিষয়টি জানার পরে থানার এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
X
Fresh