• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে চুরির অভিযোগে আটক ৪

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৮:১৭
অভিযোগ×আটক×চার×চোর×বাংলাদেশ×
আরটিভি নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল আফিসারের সরকারী কোয়াটারে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে

সংঘবদ্ধ চোরচক্র প্রকাশ্য দিবালোকে আবাসিক কোয়াটারের দরজার তালা কেটে নগদ টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে ঘটনায় হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

জানা গেছে, বুধবার সকাল ১১ টায় ইউএইচএফপিও ডা. শামছুন্নাহার আরএমও ডা. ফজিলাতুন্নেছা বর্ণার আবাসিক কোয়ার্টারের দরজায় তালা দিয়ে অফিস চলে আসেন

দুপুর দুইটায় ডা. ফজিলাতুন্নেছা বর্ণা কোয়াটারের ফিরে দেখতে পান দুই দরজার তালা কাটা, জিনিসপত্র এলোমেলো এবং তার শোকেসের ড্রয়ারে রাখা নগদ ২০ হাজার টাকা নাই খবর পেয়ে ডা. শামছুন্নাহারও কোয়ার্টারে গিয়ে দেখতে পান তার ঘরের শোকেচের ড্রয়ারে রাখা নগতেএক লাখ টাকা, ব্যবহৃত প্রায় ছয় লাখ টাকার স্বর্ণালঙ্কার তালা ভেঙ্গে চোরেরা নিয়ে গেছে পরে তিনি কোয়ার্টারে চুরির ঘটনা পুলিশকে জানান

পুলিশ এসে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুধবার রাতেই চারজনকে আটক করে আটককৃতরা হলেন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক (ড্রাইভার) একাব্বর আলী (৪৫) তার সহযোগী চন্দ্রখানা হাসপাতাল পাড়ার শরিয়ত উল্লার ছেলে শাহ আলম (৫০) হাসপাতালের স্বেচ্ছাসেবক চন্দ্রখানা জুম্মাপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে প্রদীপ চন্দ্র দাস (২৭) চন্দ্রখানা মুছল্লিপাড়ার মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম অপি (২৭)

ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় আরটিভি নিউজকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে মালামাল উদ্ধারে চেষ্টা চলছে এবং বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে জেল হাজতে পাঠানো হয়েছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
X
Fresh